বুধবার   ২৭ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১২ ১৪৩১ |   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ২১২ সেনা নিহত 

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৩ ০১ ০১  

আর্মেনিয়া-আজারবাইজান-যুদ্ধে-২১২-সেনা-নিহত 

আর্মেনিয়া-আজারবাইজান-যুদ্ধে-২১২-সেনা-নিহত 

আর্মেনিয়া ও আজারবাইজানের সপ্তাহব্যাপী সীমান্তের সংঘর্ষে দুই শতাধিক সেনা নিহত হয়েছেন। দুই দেশের কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এ লড়াইয়ে দুই দেশ একে অপরকে দোষারোপ করছে। একই কারণে ২০২০ সালে ছয় সপ্তাহের যুদ্ধের হাজারো সেনা নিহত হয়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোলো পাসিয়ান বলেন, আজারবাইজানের হামলায় আমাদের ১৩৫ জন সেনা নিহত হয়েছেন। অথচ সপ্তাহের শুরুতে এ সংখ্যা ছিল ১০৫ জনে।

আজারবাইজানের পক্ষ থেকে বলা হয়, আর্মেনিয়ার হামলায় ৭৭ সেনা নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার এর সংখ্যা ছিল ৭১ জন। দুই দেশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে দশকের পর দশক যুদ্ধ করছে আর্মেনিয়া ও আজারবাইজান। যে স্থান নিয়ে যুদ্ধ হচ্ছে সেটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ। ২০২০ সাল পর্যন্ত সেটি আর্মেনিয়ার উপজাতির দ্বারা নিয়ন্ত্রিত ছিল।

আর্মেনিয়া দাবি করে, চলতি সপ্তাহে আজারবাইজানের সেনারা নাগর্নো-কারাবাখ সীমানা অতিক্রম করে আর্মেনিয়ার সীমানায় ঢুকে সেনাদের ওপর হামলা চালায়। তবে আজারবাইজান বলছে, আর্মেনিয়ার পক্ষ থেকে উসকানি দেওয়ায় এ যুদ্ধ হচ্ছে।

শুক্রবার পাসিয়ান বলেন, মস্কোর মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও এখন সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। এখন দুই দেশের সেনাদের ব্যারাকে ফেরানোর ওপর জোর দেওয়া জরুরি।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর